NEWSKFM : Best Time for Rupin Pass Trek : প্রায় ১ ঘন্টা হতে চললো প্রবল তুষারপাত হচ্ছে, সাথে প্রবল হাওয়া। হিমাঙ্কের বেশ কয়েক ডিগ্রী নীচের সেই হাওয়া চোখে মুখে সহস্র সূঁচ ফুটিয়ে চলেছে ক্রমাগত…..visibility র অবস্থা আরও খারাপ, ২ মিটার ভাল করে দেখা যাচ্ছে না। ১৯ জনের টিমে দুটো বাচ্ছা। একজনের বয়স ৭, আর একজন ৯।
কোনরকমে একটা বড় পাথরের আড়ালে প্রায় গোটা টিমটা আটকে….হাজার কষ্টেও কারুর মুখ দিয়ে কোন শব্দ বের হচ্ছে না…ঘড়ির কাঁটায় তখন প্রায় দুপুর ২ টো। সকাল ৫ টায় বেরিয়ে পাস ক্রস করে ততক্ষন আরও প্রায় ঘন্টা তিনেকের বেশী পথ চলা হয়ে গেছে, আরও ঘন্টা তিনেক হাঁটলে তবে বরফের রাজ্য থেকে মুক্তি ঘটবে। অত্যন্ত বেশী বরফ থাকার ফলে গোটা দলের মুভমেন্টই অত্যন্ত ধীর….
সাথে থাকা পানীয় জলের শেষ বিন্দুটুকুও বহুক্ষন আগে নিঃশেষিত। পাথরের খাঁজ বেয়ে একটা সরু জলের ধারা নেমে এসেছে, বোতলের মুখটা সেখানে চেপে ধরলে
মোটামুটি ১০ মিনিট লাগছে এক লিটার অর্ধ ঘোলা, শেওলা মেশানো জল সংগ্রহ করতে…. অগত্যা ঐ জলই রেশন করে পান করা ছাড়া উপায় নেই…
গত বছর রূপিন পাস ট্রেক শুরু হবার আগে থেকেই আবহাওয়ার কারনে পাস ক্রস করা যাবে কিনা সে নিয়ে আমরা যথেষ্ট সন্দিহান ছিলাম। পাস ক্রসিং এর দিন সকাল থেকে আবহাওয়া কিন্তু বেশ রোদ ঝলমলে ছিল। আমরা এগোচ্ছিলামও বেশ ভালই। ভোর ৫ টায় শুরু করে ওতো বড় দলটা নিয়ে ১০ টার মধ্যে পাস ক্রস করে নীচে নেমে যাই।
ফলে পুরো দলেরই আত্মবিশ্বাসের অভাব ছিল না। তাল টা কাটলো ঠিক তার পরেই, একটা বড় ভেড়ার পাল এসে আমাদের যাত্রা পথের
পুরো স্নো প্যাচটা নরম করে দিয়ে চলে গেল….আমরা তখন একটা গ্লিসেডিং প্যাচ এর সামনে দাঁড়িয়ে…. এর পর থেকেই ছন্দপতন….ক্রমে আকাশ কালো মেঘে ঢেকে গিয়ে কিছু পর থেকেই তুষারপাত….
অবশেষে প্রায় ১৩ ঘন্টা পথ চলার শেষে সন্ধ্যে ৬ টারও পরে গিয়ে পৌঁছেছিলাম আমরা পরের ক্যাম্পসাইট রন্টিগাড এ…
1. What is the best time for the Rupin Pass Trek? Best Time for Rupin Pass Trek.
- The ideal time for the Rupin Pass Trek is typically during the summer months, from late May to early June, when the weather is relatively stable and the snow has melted, allowing for safer trekking conditions.
2. How challenging is the Rupin Pass Trek? Best Time for Rupin Pass Trek.
- The trek can be challenging due to steep ascents, unpredictable weather, and varying trail conditions. It requires a good level of physical fitness and mental preparedness. Trekkers should be ready to face snow patches and challenging terrains.
3. What are the weather conditions during the trek? Best Time for Rupin Pass Trek.
- Weather conditions can vary, and trekkers may encounter snowfall, strong winds, and low visibility. It is essential to check weather forecasts before starting the trek and be prepared for changing conditions.
4. Is there any age limit for the Rupin Pass Trek? Best Time for Rupin Pass Trek.
- While there is no strict age limit, participants should be physically fit and mentally prepared for a challenging trek. The trek involves long hours of walking and varying altitudes, so participants should assess their own fitness levels before embarking on the journey.
5. How long does it take to cross the Rupin Pass? Best Time for Rupin Pass Trek.
- The time to cross the Rupin Pass depends on several factors, including weather conditions and the trekking group’s pace. On average, it may take around 13 hours to complete the crossing, starting early in the morning.
6. What are the water sources during the trek? Best Time for Rupin Pass Trek.
- Trekkers should be mindful of water sources, as some may freeze due to the cold weather. It is recommended to carry sufficient water or water purification equipment to ensure a safe and adequate water supply.
7. Can the Rupin Pass be crossed in adverse weather conditions? Best Time for Rupin Pass Trek.
- Crossing the Rupin Pass in adverse weather conditions, such as heavy snowfall or low visibility, can be dangerous. Trekkers should stay informed about the weather forecast and exercise caution. Safety should always be the top priority.
8. Are there any specific precautions for the Rupin Pass Trek? Best Time for Rupin Pass Trek.
- Trekkers should be prepared for varying weather conditions, carry adequate warm clothing, and ensure they have proper trekking gear. Acclimatization is crucial, and trekkers should be cautious of altitude-related issues.
9. What facilities are available at the campsites, such as Ronti Gad? Best Time for Rupin Pass Trek.
- Campsites along the trek may have basic facilities. Trekkers should be prepared for camping conditions and carry essentials such as a good-quality tent, sleeping bag, and necessary camping gear.
10. How can trekkers deal with challenging situations during the trek? Best Time for Rupin Pass Trek.
- It is crucial to stay calm, follow the guidance of the trek leaders, and prioritize safety. In challenging situations, communication within the trekking group is essential. Emergency contact numbers and communication devices should be readily available.