NEWSKFM : India vs England Test News : কে হবে আগামীর স্টার? কার ভাগ্যে ছিঁড়বে শিকে? রজতের সঙ্গে সরফরাজের টেস্ট অভিষেকের কতটা সম্ভাবনা? বিশাখাপত্তনমে কি চার বোলারে নামবে ভারত? ‘বিদ্রোহী’ ক্রিকেটারকে কি প্রথম একাদশে নেওয়া হবে? কাকে ছেড়ে কাকে ধরবে?
ভারতীয় দলে প্রথম বার ডাক পেয়েছেন সরফরাজ খান। কিন্তু প্রথম একাদশে তাঁকে নেওয়া হবে কি না তা এখনও পরিষ্কার নয়। সরফরাজ খান এবং রজত পাটীদারের মধ্যে ভারতের টেস্ট দলে অভিষেক হবে কার?
দ্বিতীয় টেস্টের আগে এই কঠিন প্রশ্নের উত্তর খুঁজছে ভারতীয় দল। (Team India) IND vs ENG: শুক্রবার থেকে বিশাখাপত্তনমে শুরু ভারত-ইংল্যান্ড (India vs England) দ্বিতীয় টেস্ট।
চোটের কারণে ছিটকে গিয়েছেন লোকেশ রাহুল (KL Rahul) ও রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। তাঁদের পরিবর্ত হিসেবে ডাকা হয়েছে তিন
ক্রিকেটারকে। সরফরাজ খান (Sarfaraz Khan) , ওয়াশিংটন সুন্দর (Washington Sundar) ও সৌরভ কুমারকে টেস্ট দলে নেওয়া হয়েছে (Saurabh Kumar)। মধ্যপ্রদেশ রঞ্জি দলের সঙ্গে থাকা আবেশ খান (Avesh Khan) -কেও প্রয়োজনে টেস্ট দলে ডাকা হতে পারে বলে জানিয়েছে বিসিসিআই (BCCI)।
এই পরিস্থিতিতে ভারতীয় একাদশে কে কার স্থলাভিষিক্ত হবেন তা নিয়ে চলছে জোর চর্চা। ঘরোয়া ক্রিকেটে ঝুড়ি ঝুড়ি রান করা সরফরাজ খানকে টেস্ট দলে ব্রাত্য রাখা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হচ্ছিল নির্বাচকদের।
বিরাট কোহলি (Virat Kohli) যখন দুটি টেস্ট থেকে সরে দাঁড়ান, তখনও সরফরাজকে না নিয়ে ডাকা হয় রজত পাটীদারকে। (Rajat Patidar)
প্রথম টেস্টে হারের পরও তরুণ ক্রিকেটারদের ব্যর্থতায় তিনি এখনই কঠোর হবেন না বলে জানিয়েছেন ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। ফলে ধরে নেওয়া যেতেই পারে, শুভমান গিল (Shubman Gill) ও শ্রেয়স আইয়ার (ShreyasIyer) আবারও সুযোগ পাবেন নিজেদের মেলে ধরার। সেক্ষেত্রে লোকেশ রাহুলের জায়গার জন্য লড়াই রজত ও
সরফরাজের মধ্যেই। সরফরাজ খান এবং রজত পাটীদারের মধ্যে ভারতের টেস্ট দলে অভিষেক হবে কার? দ্বিতীয় টেস্টের আগে এই কঠিন প্রশ্নের উত্তর খুঁজছে গোটা ভারতীয় দল।
ইংল্যান্ড প্রথম টেস্ট খেলেছিল এক সিমারে। হায়দরাবাদ টেস্টে বেশি বল করতে হয়নি মহম্মদ
সিরাজকে (Mohammed Siraj)। প্রথম ইনিংসে ৬৪.৩ ওভারে সিরাজকে দিয়ে মাত্র চার ওভার বল করিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। দ্বিতীয় ইনিংসে ভারত বল করেছে ১০২.১ ওভার, তার মধ্যে ৭ ওভার হাত ঘুরিয়েছেন সিরাজ।
ফলে ব্যাটিং মজবুত করতে যদি ভারত রজত ও সরফরাজ দুজনকেই খেলায়, সেক্ষেত্রে একজন বোলার কমাতে হবে। রবীন্দ্র
জাদেজার জায়গায় কুলদীপ যাদব (Kuldeep Yadav) খেললে, তিনি রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) ও অক্ষর প্যাটেলের (Akshar Patel) সঙ্গী হবেন। এক্ষেত্রে একমাত্র পেসার জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। কিন্তু যদি রজত ও সরফরাজের মধ্যে একজনকে বেছে নিতে হয়?
সে ক্ষেত্রে সরফরাজের চেয়ে এগিয়ে থাকবেন রজত পাটীদারই। বছর তিরিশের রজত
ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে দু-দিনের ট্যুর ম্যাচে ১১১ রান করেছিলেন। এরপর প্রথম আনঅফিসিয়াল টেস্টে ১৫১ ও ৪ রানের ইনিংস খেলেন। তারপরই ডাক পান ভারতের টেস্ট দলে। সরফরাজ খানও রয়েছেন ভালো ফর্মে।
পাটীদার যে ট্যুর ম্য়াচে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে শতরান করেছিলেন তাতে
সরফরাজ করেছিলেন ৯৬ রান। প্রথম আনঅফিসিয়াল টেস্টে প্রথম ইনিংসে ৪ রানে আউট হলেও দ্বিতীয় ইনিংসে ৫৫ রান করেছিলেন। দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্টে ১৬১ রানের ইনিংস খেলেন। এরপরই নির্বাচকরা তাঁকে সুযোগ দিলেন।
ভারতের টেস্ট দলে ডাক পাওয়ায় রঞ্জিতে (Ranji Trophy) ইডেনে বাংলার (Bengal Cricket) বিরুদ্ধে
সরফরাজকে পাবে না মুম্বই (Mumbai Cricket)। তিনি ঝোড়োগতিতে রান করতেও পারদর্শী। রজত পাটীদার ৫৫টি প্রথম শ্রেণির ম্যাচে ১২টি শতরান ও ২২টি অর্ধশতরান-সহ ৪ হাজার রান করেছেন। গড় ৪৫.৯৭। ২৬ বছরের সরফরাজ ৪৫টি প্রথম শ্রেণির ম্যাচে ১৪টি শতরান ও ১১টি অর্ধশতরান-সহ ৩৯১২ রান করেছেন। সর্বাধিক স্কোর অপরাজিত ৩০১। গড় ৬৯.৮৫।
How many Test matches between India and England? India vs England Test News
India and England have faced each other in 132 matches in Test. Out of these 132 games, India have won 31 whereas England have come out victorious on 51 occasions.
How many times India won in Test? India vs England Test News
As of July 2023, India played 574 Test matches resulting in 174 victories, 177 defeats, 222 draws and 1 tie for an overall winning percentage of 30.24. Statistics are correct as of India v West Indies at Queen’s Park Oval, Port of Spain, 2nd Test, 20–24 July 2023.
Has England won a Test series in India? India vs England Test News
If the trend continues, England will surely have a brighter chance of beating India at home in a Test series, a feat last achieved last by England only in 2012 when they had won the four-match series 2-1.
How many times India won World Cup? India vs England Test News
India has won the Cricket World Cup twice, once in 1983 and then in 2011. India finished as runners-up in 2003 and 2023.
Related
Reviews