Cricket Live Score India vs England : তৃতীয় দিনে পালটা মার ইংল্যান্ডের (2024)

Raja
NEWSKFM : Cricket Live Score India vs England : পোপের কাছে অসহায় ভারত যা ভাবা গিয়েছিল তা আর হল না। হায়দরাবাদ টেস্টে একসময়ে ভারতের (Team India) বোলিং আক্রমণে ইংল্যান্ড (England) নাজেহাল হয়ে গিয়েছিল। জশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), (Ravichandran Ashwin) অশ্বিনদের চাপে পড়ে নাভিশ্বাস অবস্থা হয়েছিল ইংরেজবাহিনীর।
Cricket Live Score India vs England
Cricket Live Score India vs England
ম্যাচ শনিবার শেষ হয়ে যাবে এমন ভাবনাও অনেকে ভেবেছিলেন। কিন্তু ওলি পোপ (Ollie Pope) ম্যাচের রং বদলে দিলেন। দিনের শেষে তিনি ১৪৮ রানে অপরাজিত। ইংল্যান্ড ১২৬ রানে এগিয়ে রয়েছে। তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের রান ৬ উইকেটে ৩১৬।
শনিবার চা বিরতির আগেই ৫ উইকেট পড়ে গিয়েছিল ইংল্যান্ডের। তখনও ভারতের থেকে পিছিয়ে ছিল ইংল্যান্ড। চা বিরতির পরই উলটো ছবি। পালটা মারের খেলা শুরু করে দেন ইংল্যান্ডের পোপ। তাঁর ব্যাটিং তাণ্ডবেই ইংল্যান্ড আবার ম্যাচে ফিরে এল।
দ্বিতীয় দিনের শেষে ভারতের রান ছিল সাত উইকেটে ৪২১ রান। ক্রিজে ছিলেন রবীন্দ্র জাদেজা (৮১) ও অক্ষর প্যাটেল (৩৫)। কিন্তু তৃতীয় দিন বেশি রান যোগ করতে পারেনি ভারত। টিম ইন্ডিয়ার প্রথম ইনিংস শেষ হয়ে যায় ৪৩৬ রানে।

Today Cricket Live Score India vs England : Cricket Live Score India vs England.

প্রথম ইনিংস শেষে ভারত ১৯০ রানে এগিয়েছিল। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় সেশন শেষে ইংল্যান্ডের স্কোর ছিল ৫ উইকেটে ১৭২। জো রুট এবং বেন ডাকেটের উইকেট তুলে নেন বুমরা। তাঁকে যোগ্য সঙ্গত করেন রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। যখন মনে হচ্ছে ভারত শনিবারই প্রথম টেস্ট জিতে নেবে ঠিক সেই সময়ে ইংল্যান্ডের হয়ে পোপ রুখে দাঁড়ান।
পালটা মারের খেলা শুরু করেন তিনি। দিনের শেষে ১৪৮ রানে অপরাজিত আছেন তিনি। চতুর্থ দিন আরও উত্তেজক হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। ভারতকে ম্যাচে ফিরতে হলে শুরুতেই পোপকে ফেরাতে হবে। তবে পরিস্থিতি এখন যা তাতে ভারত এখনও ম্যাচে রয়েছে।

Cricket Live Score India vs England Today : Cricket Live Score India vs England.

#IndiavsEngland  #YashasviJaiswal #ShubmanGill #RavichandranAshwin #RavindraJadeja #BenStokes #India #TeamIndia #IndianCricket #RohitSharma #ViratKohli #Cricket #OlliePope
Cricket Live Score India vs England : বুমরাহদের ঝড়ের সামনে চিনের প্রাচীর পোপ, তৃতীয় দিনে পালটা মার ইংল্যান্ডের, পোপের কাছে অসহায় ভারত যা ভাবা গিয়েছিল তা আর হল না। হায়দরাবাদ টেস্টে একসময়ে ভারতের (Team India) বোলিং আক্রমণে ইংল্যান্ড (England) নাজেহাল হয়ে গিয়েছিল। জশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), (Ravichandran Ashwin) অশ্বিনদের চাপে পড়ে নাভিশ্বাস অবস্থা হয়েছিল ইংরেজবাহিনীর।
ম্যাচ শনিবার শেষ হয়ে যাবে এমন ভাবনাও অনেকে ভেবেছিলেন। কিন্তু ওলি পোপ (Ollie Pope) ম্যাচের রং বদলে দিলেন। দিনের শেষে তিনি ১৪৮ রানে অপরাজিত। ইংল্যান্ড ১২৬ রানে এগিয়ে রয়েছে। তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের রান ৬ উইকেটে ৩১৬।

Sports Cricket Live Score India vs England : Cricket Live Score India vs England.

শনিবার চা বিরতির আগেই ৫ উইকেট পড়ে গিয়েছিল ইংল্যান্ডের। তখনও ভারতের থেকে পিছিয়ে ছিল ইংল্যান্ড। চা বিরতির পরই উলটো ছবি। পালটা মারের খেলা শুরু করে দেন ইংল্যান্ডের পোপ। তাঁর ব্যাটিং তাণ্ডবেই ইংল্যান্ড আবার ম্যাচে ফিরে এল।
দ্বিতীয় দিনের শেষে ভারতের রান ছিল সাত উইকেটে ৪২১ রান। ক্রিজে ছিলেন রবীন্দ্র জাদেজা (৮১) ও অক্ষর প্যাটেল (৩৫)। কিন্তু তৃতীয় দিন বেশি রান যোগ করতে পারেনি ভারত। টিম ইন্ডিয়ার প্রথম ইনিংস শেষ হয়ে যায় ৪৩৬ রানে।
প্রথম ইনিংস শেষে ভারত ১৯০ রানে এগিয়েছিল। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় সেশন শেষে ইংল্যান্ডের স্কোর ছিল ৫ উইকেটে ১৭২। জো রুট এবং বেন ডাকেটের উইকেট তুলে নেন বুমরা। তাঁকে যোগ্য সঙ্গত করেন রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। যখন মনে হচ্ছে ভারত শনিবারই প্রথম টেস্ট জিতে নেবে ঠিক সেই সময়ে ইংল্যান্ডের হয়ে পোপ রুখে দাঁড়ান।
পালটা মারের খেলা শুরু করেন তিনি। দিনের শেষে ১৪৮ রানে অপরাজিত আছেন তিনি। চতুর্থ দিন আরও উত্তেজক হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। ভারতকে ম্যাচে ফিরতে হলে শুরুতেই পোপকে ফেরাতে হবে। তবে পরিস্থিতি এখন যা তাতে ভারত এখনও ম্যাচে রয়েছে।
Leave a comment

Reviews

No review
5
0 review
4
0 review
3
0 review
2
0 review
1
0 review
0
0 review
You must log in to post a review.
Click here to log in
No reviews yet. Be the first to post a review.